ভোটের আগে পরে


হঠাৎ সবার কি সুমতি,
মিলছে নানান প্রতিশ্রুতি।
না চাইতে মেঘ বৃষ্টি অতি,
রাতা রাতির অগ্রগতি।

মেলেনি যা হাজার চেয়ে,
সব কিছু তা যাচ্ছে দিয়ে।
চাইছে দিতে হৃদয় ছুয়ে,
ভোট টাকে চাই বিনিময়ে।

এসে গেছে কাজের কাজী,
অনাহারে না কেউ আজি।
মহানন্দে আতশ বাজি,
ভোটের পরে পাজির পাজী!

মাছে ভরবে পুকুর সবার,
ধানে ভরবে গোলা এবার।
কিসে তোদের অভাব আবার,
আমি যখন মাথার উপর?

দেশ আর দেশের উন্নয়নে,
সূর্য চন্দ্র দেবো এনে।
খুশী সবাই বয়ান শুনে,
ভোটের পরে প্রহর গোনে!

6 thoughts on “ভোটের আগে পরে

  1. এসে গেছে কাজের কাজী,
    অনাহারে না কেউ আজি।
    মহানন্দে আতশ বাজি,
    ভোটের পরে পাজির পাজী!

    ভোটের আগে পরে আরও অনেক কিছু থাকে যা সরস; বাবু ভাই। :)

    1. অশেষ ধন্যবাদ চক্রবর্তী দা।

      কৃতজ্ঞতা জানবেন।

      ভাল থাকবেন।

    1. একদম দিদি। কেন আপনার তো অজানা থাকার কথা নয়?

      অনেক ধন্যবাদ দিদি। ভাল থাকবেন।

  2. ভোটের আগে পরে আমাদের রাজ নেতৃবৃন্দের চরিত্র কখনও বদলাবার নয়। তিনি প্রভু আর তাকে যারা প্রভু বানিয়েছে তারা আপামর অচেনা জনতা। অচ্ছ্যুত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Rant.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।