আজকে হঠাৎ তোমার কথা
পড়ছে ভারী মনে,
কোথায় আছো কেমন আছো
কার কাছে কে জানে!
বারান্দাতে ঝুলে থাকা
খাঁচার ময়না পাখী,
নিত্য তোমার মধুর নামে
করে ডাকাডাকি।
আমার হাতে খায়না খাবার
পোশা কবুতর!
বিড়ালটা যে কোথায় গেছে
খোঁজ পাইনি আর!
টবে থাকা ফুল গাছটা-
একুইরিয়ামের লাল মাছটা
কিংবা পুরো ঘর,
যেন ঈর্ষার চোখে তাকায়-
দিতে চায় না একটু সময়,
ময়নাটাও কয়না কথা
সব হয়েছে পর!
সব মিলিয়ে নিঃস্ব একা-
এভাবে আর যায়না থাকা,
প্রায়শ্চিত্ত করতে চাই আজ
একটা সুযোগ দাও,
কথা দিচ্ছি ভুল হবে না,
কোন দুঃখ আর দেব না!
নিজের ঘরে ফিরে এসো,
সবার সাথে আবার হাসো!
আমার ঘরের সুখের চাবি
তোমার হাতেই নাও!
সুন্দর এবং সরল অনুভূতির প্রকাশ আপনার এই পদ্য কবিতায়। শুভ সকাল মি. বাবু।
অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাল থাকুন সারাক্ষণ।
বহুত বহুত ভালবাসার ঘর। আপনার এবং বস এর সাথেই আছি জনাব। দয়া করিয়া রাগ করিবেননা।
অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাল থাকুন সারাক্ষণ।
অনেক সুন্দর হয়েছে কবি বাবু ভাই।
অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাল থাকুন সারাক্ষণ।
দারুণ হয়েছে পদ্য খানি কবি বাবু দা।
অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাল থাকুন সারাক্ষণ।