তুমি আমার মস্তিষ্কের
প্রধান চালিকা শক্তি,
তুমি বীনা দেহ হতে প্রান
নিতে চায় চির মুক্তি।
আঁধার ঘেরা চলার পথটা
তুমি কর স্পষ্ট,
হাজার আলোয় তুমি হীনা
সুখ হয়ে যায় কষ্ট।
তুমি থাকলে ক্লান্ত দেহ
পায় ফিরে পায় উদ্যম,
পরোয়া করিনা মৃত্যু ভয়কে
যাই করে যাই সংগ্রাম।
তোমার ছোয়ায় পূর্ণতা পাই
প্রাণ হয় পরিপক্ব,
মায়াবী ছোয়ায় ফুলেরা ফোটে
যাই ভুলে সব দুঃখ।
তোমাকে পেতে আবেগী হৃদয়ে
খাড়া হয় শত যুক্তি,
দুর্বলতা কাটিয়ে উঠি
ফিরে পাই নব শক্তি।
পরোয়া করিনা মৃত্যু ভয়কে যাই করে যাই সংগ্রাম। তুমি নামে চালিকা শক্তি। ব্রাভো।
অসংখ্য ধন্যবাদ মিঃ মুরুব্বী।
ভাল থাকবেন ।
পারসেপশন অনুযায়ী দারুণ একটি কবিতা কবি বাবু দা।
অসংখ্য ধন্যবাদ দিদি।
ভাল থাকবেন ।
বাহ কবি বাবু ভাই। ধন্যবাদ আর শুভেচ্ছা।
অসংখ্য ধন্যবাদ চক্রবর্তী দা।
ভাল থাকবেন ।