একলা জীবন


কেউ কোন দিন বলেনি তো
হাতটা আমার ধরো,
সব কিছুকে দূরে ঠেলে
আমায় আপন করো।

কিংবা কেহ বলেনি গো
তাকিয়ে আমার চোখে,
সারা জীবন কাটিয়ে দাও
নিজের ভুবন দেখে।

অথবা কেউ আসেনি রে
নিবিড় ছোঁয়া দিতে,
স্পর্শ করে দেহে প্রাণে
শিহরণ জাগাতে।

হয়নি কারো খোপায় গোঁজা
আমার প্রেমের ফুল,
হয়তো আমার এ ভাগ্যতে
সুযোগ অপ্রতূল!

ব্যাথায় পাথর কেউ মমতায়
মোমের মত গলে,
দুঃখ সুখের মাঝে একলা
জীবন বয়ে চলে।

10 thoughts on “একলা জীবন

  1. ছন্দ ভাবনার লিখা কবিতাটি পড়লাম মি. বাবু। অভিনন্দন জানালাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অনেক অনেক ধন্যবাদ জানাই আমার প্রেরণার উৎস শ্রদ্ধেয় মিঃ মুরুব্বী কে।

      ভাল থাকুন।

  2. হয়নি কারো খোপায় গোঁজা
    আমার প্রেমের ফুল,
    হয়তো আমার এ ভাগ্যতে
    সুযোগ অপ্রতূল! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yes.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই দাদা।

      ভাল থাকবেন। পাশে থাকবেন। শুভ রাত্রি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।