প্রভাবিত বিবেক


কে কখন কোথা হতে এসে পড়ে যানা নেই,
কোন কিছু না ভেবে দলে পড়ে সায় দেই।
মানুষ তো এক বটে বহুরূপী স্বভাবে,
একে অপরের প্রতি বিমোহিত প্রভাবে।

নকলে নকলে ছেয়ে আসলের নেই দাম,
মিথ্যার সাথে করে সত্যেরা সংগ্রাম।
অদ্ভুদ আচরণে বাড়ে শুধু জড়তা,
আজীবন শুধু শুনি শান্তির বারতা।

নাম বেঁচে খেতে খেতে যে ভুলেছে নিজেকে,
সামান্য অভাবে বেঁচে দেয় দেহকে।
তাঁর হৃদ্যয়েও থাকে সপ্নেরা অবিচল,
রাতভর তারা গোনে মেঘে করে কোলাহল।

খ্যাতি আর জৌলস পাওয়া গেলে সস্তায়,
ন্যায় নীতি সত্য, ভরে ফেলে বস্তায়।
রক্তের বিনিময়ে পেতে চেয়ে অর্থ,
অর্থই ফিরে চায় রক্তিম স্বার্থ।

আবেগেরা কড়া নাড়ে যে বীরের দুয়ারে,
বন্দীদশায় সে নিঃশেষ প্রহারে।
কে কখন এসে বসে খুব বেশী ভয় হয়,
বিবেকে কি দলে পড়ে অবিচারে সায় দেয়?

8 thoughts on “প্রভাবিত বিবেক

  1. 'খ্যাতি আর জৌলস পাওয়া গেলে সস্তায়,
    ন্যায় নীতি সত্য, ভরে ফেলে বস্তায়।
    রক্তের বিনিময়ে পেতে চেয়ে অর্থ,
    অর্থই ফিরে চায় রক্তিম স্বার্থ।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. অদ্ভুদ আচরণে বাড়ে শুধু জড়তা,
    আজীবন শুধু শুনি শান্তির বারতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    সুন্দর লিখেছেন ,শুভকামনা থাকলো। মনে হয় কিছু বানান টাইপে ভুল হয়েছে দেখে ঠিক করে দিলে ভালে হয়।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_mail.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।