লাজ শরমের মাথা খেয়ে

লাজ শরমের মাথা খেয়ে বিকিনি পরে বীচে নেয়ে
হানিমুনের স্বপ্ন সত্যি করুক বাঙ্গালী বউ,
মুক্ত সবাই স্বাধীন সবাই লজ্জা ভীতির পরোয়া নাই
অন্ধ সে তো যার নদীতে বইছে প্রেমের ঢেউ!

পাশাপাশি পার্কে বসে প্রিয়জনের শরীর ঘেঁষে
ফাঁকে ফাঁকে ঠোঁটেতে ঠোঁট এদিক ওদিক চাওয়া,
সুযোগ খোঁজা শরীর ঘাঁমার নারী পরুষ সমঅধিকার
কবে হবে হিসেব নিকেশ কার কাছে কত পাওয়া?

লাজ শরমের মাথা খেয়ে নানান প্রতিশ্রুতি দিয়ে
ঊর্ধ্বতনের অপকর্ম বছর বছর ধরে,
এই শহরের অফিস পাড়ায় যে মেয়েরা দুই পা বাড়ায়
অনটনে বোবা বধির বাধ্য সহ্য করে!

লাজ শরমের মাথা খেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেয়ে
গুরুজনের ফাঁদে পড়ে রঙিন স্বপ্নের ভেলায় চড়ে,
দেহ অন্তর সব বিলিয়ে খুঁজে পেতে সার্থকতা
সব পেয়েও নিঃস্ব শূন্য চিৎকার করে আছড়ে পড়ে!

লাজ শরমের মাথা খেয়ে কষ্টে পরকে শান্তি দিয়ে
নির্ধারিত সময় শেষে ঐ দুটি হাত পাতা,
কি দিলে আর কিবা নিলে হিসেব যখন যাবে মিলে
দু চোখ যাবে জলে ভিজে হানা দিবে ব্যথা!

লাজ শরমের মাথা খেয়ে পাপী পাপের পানে ধেয়ে
অন্ধকারের অন্ধ আবেগ পেছন ফিরে চায়,
দারিদ্রতায় গর্ব কত সে জীবন জীবনের মত
সব পাওয়া যায় ধনের মাঝে সম্মান কভু নয়!

লাজ শরমের মাথা খেয়ে পর পুরুষের ঘরে যেয়ে
কি যে স্বপ্ন নিজের মনে যদি না সে নিজেই জানে,
পংকিলতার জলে নেয়ে সবার মুখের ছি ছি নিয়ে
লাজ শরমের মাথা খেয়ে অশ্রু ঝরে সংগোপনে!

8 thoughts on “লাজ শরমের মাথা খেয়ে

  1. 'দারিদ্রতায় গর্ব কত সে জীবন জীবনের মত
    সব পাওয়া যায় ধনের মাঝে সম্মান কভু নয়!' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. কৃতজ্ঞতা অশেষ। ধন্যবাদ অফুরান প্রিয় মুরুব্বী।

  2. আমাদের হাল সমাজের বাস্তব চিত্র কবি বাবু ভাই। কিচ্ছু করার নাই। চলুক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_bye.gif

    1. কৃতজ্ঞতা অশেষ। ধন্যবাদ অফুরান প্রিয় প্রিয় চক্রবর্তী দা।

  3. ওরা যা করে তা লাজ শরমের মাথা খেয়েই করে কবি।

    1. কৃতজ্ঞতা অশেষ। ধন্যবাদ অফুরান প্রিয়।

       

  4. শুভেচ্ছা প্রিয় কবি দা। যথার্থ আলোচনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. কৃতজ্ঞতা অশেষ। ধন্যবাদ অফুরান প্রিয়।

মন্তব্য প্রধান বন্ধ আছে।