আমি শিশু হতে চাই
আবার কিশোর হতে চাই,
যৌবন আমায় আদর স্নেহ
সব কেড়েছে ভাই।
আমার প্রিয় মায়ের কোল
আর দোলনায় খাওয়া দোল,
ঘর্মাক্ত এই যৌবন বেলায়
স্মৃতির কোলাহল।
আজ শব্দ করে আর
কান্না করা বেজায় ভার,
আর্তনাদে বুক ফেঁটে যায়
কে খোঁজ রাখে তাঁর?
বাবা করেন না আর আদর
মা ভুলেই গেছেন স্নেহ,
কোথায় আছি কেমন আছি
খবর নেয়না কেহ।
আমি শিশু হতে চাই
আবার কিশোর হতে চাই,
আবার আমি মায়ের কোলে
চাই পেতে চাই ঠাঁই।
সুখি হোন কবি মি. নূর ইমাম শেখ বাবু। শুভ সকাল।
শুভ কামনা সকলের জন্য। আপনিও সুখী হোন মিঃ মুরুব্বী।
মুগ্ধ হলাম কবি ইমাম শেখ ভাই।
অশেষ ধন্যবাদ মিঃ আহমেদ। ভালো থাকুন।
শুভেচ্ছা প্রিয় কবি দা।
ভালোবাসা জানবেন প্রিয় দিদি।
মারহাবা কবি বাবু ভাই। ভালোবাসা।
অফুরান ভালোবাসা জানাই প্রিয় দাদা।
ভালো লিখেছেন কবি ভাই।
অফুরান ভালোবাসা।