কেন এমন হয়?

কেন এমন হয়?
বারে বারে অসহায়ের
স্বপ্ন ভেঙে যায়?

বাঁচে যারা আশা নিয়ে
শান্তি জলাঞ্জলি দিয়ে,
অত্যাচারের শিকার শুধু
তাঁরা কেন হয়?

যে কোনদিন দ্যাখেনি সুখ
শুধু আশায় বেঁধেছে বুক,
সারা জীবন কেন শুধু
তাঁরাই দুঃখ পায়?

জোটেনি যার ভালোবাসা
কষ্ট নিয়ে ভবে আসা,
একটু মুচকি হাসি কেন
তাদের জন্য নয়?

হোঁচট খাওয়া চলতে শিখে
পাহাড় সমান আঘাত বুকে,
চলার পথে তাঁদের সঙ্গী
কেউ কখনো নয়!

পেতে একটু সুখের পরশ
ছুটে চলা রাত্রি দিবস,
কেন তাঁরা ছুটতে ছুটতে
শুধুই হোঁচট খায়?

কেন এমন হয়?
বারে বারে ভাঙা স্বপ্ন
আবার ভেঙে যায়?

10 thoughts on “কেন এমন হয়?

  1. সুন্দর কবিতা মি. নূর ইমাম শেখ বাবু। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. কৃতজ্ঞতা অফুরান প্রিয় মুরুব্বী

       

  2. গরীবের সম্বল স্বপ্ন। সে স্বপ্নই যদি দেখার অধিকার না থাকে তাহলে থাকে কি? 

    1. অনেক ধন্যবাদ আর শুভ কামনা। ভালো থাকবেন প্রিয়।

  3. পরিচ্ছন্ন পদ্য কবি বাবু ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. অনেক ধন্যবাদ আর শুভ কামনা। ভালো থাকবেন প্রিয়।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_bye.gif

    1. অনেক ধন্যবাদ আর শুভ কামনা। ভালো থাকবেন প্রিয়।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. "পেতে একটু সুখের পরশ

    ছুটে চলা রাত্রি দিবস,
    কেন তাঁরা ছুটতে ছুটতে
    শুধুই হোঁচট খায়?

    কেন এমন হয়?
    বারে বারে ভাঙা স্বপ্ন
    আবার ভেঙে যায়?"—– সুুুন্দর  !!

মন্তব্য প্রধান বন্ধ আছে।