ওদের নজর ভালো না

ওদের নজর ভালো না, কেন বুঝেও বোঝ না?
তুলতুলে ওই শরীর, কেন ঢেকে রাখো না?
ওরা রইতে পারে না, জ্বালা সইতে পারে না,
দিনের দৃষ্টি ভোজন, রাতে ভেজায় বিছানা!

বলছি তোমায় ললনা, তোমার নয় গো অজানা,
ভোগের মোহ সবার আছে, ভুলে যেও না!
ওরা ক্ষান্ত হবে না, দিগুণ হবে যে তৃষ্ণা,
দৃষ্টি জুড়ে তোমার দেহ, অসীম ব্যঞ্জনা!

বিবেক দিলে কুমন্ত্রণা, আর মানবে না শান্তনা,
নিষ্পাপ ওদের করবে পশু, জৈবিক বাসনা!
লজ্জা করো আরাধনা, আমায় ভুল বুঝো না সোনা!
পরিচ্ছদে লজ্জা তোমার, ঢাকতে কিসের মানা?

কেন বাড়াও উন্মাদনা? লোকে করছে যে ভৎসনা,
ভেতর জুড়ে হিংস্র জন্তুর, ব্যপক উত্তেজনা!
হৃদয় লালসার কারখানা, রিপুর তাড়নার ব্যঞ্জনা,
যেটা তোমার সাচ্ছন্দ্য বোধ, কারো তা যন্ত্রণা!

পরিচ্ছন্ন হোক কল্পনা, ত্যাগ করো বেহায়াপনা,
পবিত্ররাও অপবিত্র হয়, লালসায় গঞ্জনা।
ভগ্নি মাতা বীরাঙ্গনা, অর্ধোলাঙ্গে বিড়ম্বনা,
মার্জিত হও কারণ, ওদের নজর ভালো না।

12 thoughts on “ওদের নজর ভালো না

  1. 'পরিচ্ছন্ন হোক কল্পনা, ত্যাগ করো বেহায়াপনা,
    পবিত্ররাও অপবিত্র হয়, লালসায় গঞ্জনা।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আন্তরিক ধন্যবাদ প্রিয় মুরুব্বী

  2. বাহ বেশ সুন্দর ভাবেই বাস্তবতা তুলে ধরেছেন। 

    কবিতায় শুভেচ্ছা।

    1. আন্তরিক ধন্যবাদ জানবেন। ভালো থাকবেন।

  3. সত্য এবং বাস্তবতা তুলে ধরেছেন কবি।

    1. আন্তরিক ধন্যবাদ জানবেন। ভালো থাকবেন।।

  4. সমাজ বদলানোর জন্য আমাদের সবাইকে সমান ভাবে কাজ করে যেতে হবে। 

    1. আন্তরিক ধন্যবাদ জানবেন। ভালো থাকবেন।…

    1. আন্তরিক ধন্যবাদ জানবেন। ভালো থাকবেন।………।।

  5. সূরা নিসায় উল্লেখ আছেঃ

    পুরুষ তার চোখের পর্দা গরবে আর নারী তার শরীর ঢেকে রাখবে।

    এছাড়াও ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড কায়েম করতে হবে। 

     

    এদুটো ঠিক থাকলে ধর্ষণ, ইভটিজিং এর হার ০.১ এর কোঠায় নেমে আসবে আমার বিশ্বাস ।

    1. অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানবেন শ্রদ্ধেয়।

মন্তব্য প্রধান বন্ধ আছে।