দোষ করে জনগণ, দোষী হয় সরকার,
আদালতে খুন হলে, বিচার কি দরকার?
নদী তল উঁচু হয়, দেশ ভাসে বন্যায়,
খননের টাকা তবে, চুপি চুপি কোথা যায়?
দুদকের কর্তা, খায় ঘুষ আর তা,
দিয়েছিল ডিজি সাব, শুনেছি যা বার্তা!
ব্যাংকের টাকা হাওয়া, দর দাম বেড়ে যাওয়া,
সরকার ভালো নয়, তালে তালে বলে দেওয়া।
পঁচা নালা নর্দমা, ডেঙ্গু করেনি ক্ষমা,
মশারী টানিয়ে দিবে, কোন সরকার মামা?
চর্চা অনধিকার, স্তূপ ময়লার,
জ্বর হয়ে মারা গেলে, কি করবে সরকার?
না খেয়ে খয়রাতি, সন্ত্রাস রাতারাতি,
ত্রাণের চাল নিয়ে, নেতাদের হাতাহাতি!
শিক্ষিত ডাক্তার, রোগী ভরা চেম্বার,
কিডনি খুলে বেঁচে, কি করবে সরকার?
কাঁদছে কৃষক পাড়া, চালের বাজার চড়া,
মিল মালিকেরা নাকি, খুব বেশী ঘাড় ত্যাড়া!
রডের বদলে বাঁশ, নদীতে ভেসেছে লাশ,
আইনের বড় বাবু, কাটে কি ঘোড়ার ঘাস?
ধর্ষণ দৈনিক, নারী শিশু একাধিক,
পয়সায় চুপচাপ, চুপ কেন নাগরিক?
বদলিয়ে বারবার, দেখেছি অনেক বার,
জনতাই অচেতন, ভালো সব সরকার।
না খেয়ে খয়রাতি, সন্ত্রাস রাতারাতি,
ত্রাণের চাল নিয়ে, নেতাদের হাতাহাতি!
শিক্ষিত ডাক্তার, রোগী ভরা চেম্বার,
কিডনি খুলে বেঁচে, কি করবে সরকার?
ঠিক। মনে হয়, ধীরে ধীরে অনেক কিছুই সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানবেন শ্রদ্ধেয়।
চারিদিকে বিদিকিচ্ছিরি আর বেমিল ভাবে চলছে সব।
অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানবেন শ্রদ্ধেয়।
হতাশার নামে সবে
বিলাই শুধু বাতাসা।
— কবিতাই ভাললাগা।
অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানবেন শ্রদ্ধেয়।
সত্যতা আছে কবি দা।
অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানবেন শ্রদ্ধেয়।
একনায়কতন্ত্র যখন কায়েম হয়, তখন এর থেকে 'বেশী ভালো' আশা করা যায় না।
অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানবেন শ্রদ্ধেয়।
জনতাই অচেতন, ভালো সব সরকার।
অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানবেন শ্রদ্ধেয়।
এই মুহূর্তে আমরা কেবল একটি কাজই করতে পারি।আর তা হলে সয়ে যাওয়া।
অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানবেন শ্রদ্ধেয়।