আসল দু দিন পরে নিবো সুদের হিসাব চাই,
পয়সা থাকলে সনদ কিংবা চাকরীর অভাব নাই।
বাপের টাকা খরচা করে হয়েছি ডাক্তার,
জ্যান্ত মানুষ ফেলব মেরে এসে কি যায় কার?
এই নে নাম্বার রাত্রি বেলা বিকাশ করে দিবি,
পরীক্ষার ঠিক আগের রাত্রে প্রশ্ন পেয়ে যাবি।
সরকারী চাকরী তো ব্যটা একটা ফোনের ব্যাপার,
বস্তা ভরে আনবি টাকা কোটা আছে আমার।
নিচ্ছি কেড়ে ফেয়ার শেয়ার কে করবে কোন চ্যাট?
আমার দল ক্ষমতায় থাকতে কিসের আবার ভ্যাট?
পাগলা কুত্তায় কামড়ায়নিতো দেবো ঋণের টাকা,
পাবলিক থাকতে ব্যাংক কখনো খালি হয়না বোকা।
আমার কাজে বাধা দিলে হারিয়ে যাবি সে,
হাকিম হুকুম সবই আমার বিচার করবে কে?
ঘুসের টাকায় আজকে আমি হইছি গভর্নর,
পাচার করব দেশের টাকা চুপ রবে সরকার।
বেশী কথা বললে ঘসবো তাঁর মুখেতে ঝামা,
ইচ্ছেমত সংখ্যা বসা যত পারিস কামা।
মাদক বেঁচে অনেক কষ্টে হইছি বড় নেতা,
আমার কর্মকাণ্ড শাসন আইন মুখের কথা।
বাস্তবতা।
আন্তরিক ধন্যবাদ জানবেন মিঃ আহমেদ
বেশী কথা বললে ঘসবো তাঁর মুখেতে ঝামা,
ইচ্ছেমত সংখ্যা বসা যত পারিস কামা।
মাদক বেঁচে অনেক কষ্টে হইছি বড় নেতা,
আমার কর্মকাণ্ড শাসন আইন মুখের কথা।
অসীম কৃতজ্ঞতা জানাই প্রিয় মুরুব্বীর তরে
এমনই তো হচ্ছে আর ঘটছে কবি। জায়গায় জায়গায় যা হচ্ছে, তা আপনার সুলিখিত কলমের অক্ষরবিশিষ্ট শব্দ এবং বাক্য দ্বারা গঠিত কবিতা। শুভেচ্ছা জানবেন, শ্রদ্ধেয় কবি দাদা।
অফুরান ভালোবাসা জানবেন।
মুখের কথায় এখন আইন চলে আর থেমে যায়। আইন প্রণেতা যে শুধুই একজন।
শুভেচ্ছা জানবেন মিস আফরিন
একসময় আইন কাগজ আর পত্রের মধ্যে লিপিবদ্ধ থাকতো। এখন প্রয়োগ করেন আইনের রক্ষকরা। মন্দ কি। জয় শ্রীরাম (!!)। জয় হিন্দ বাদ।
কেউ জানেনা এর শেষ কোথায়!
ভালো থাকবেন দাদা।
সত্যকে সুন্দর লিখেছেন কবি দা।
অফুরান ধন্যবাদ প্রিয় দিদি।
অনেক অনেক ধন্যবাদ জানাই