কে আনলিরে ক্যাসিনোরে
আমার সোনার দেশে?
দানে দানে টাকার বহর
মদের বানে ভাসে।
বাইরে নানান রঙের বাতি
চোখ মারে আর ডাকে,
সব হারিয়েও আবার ছোটে
খোয়া টাকার লোভে।
প্রশাসনের নাকের ডগায়
রোজ চলে এই জুয়া,
পুলিশ বলছে জানি না তো!
সত্যি? নাকি ভুয়া?
কথায় বলে ঢাকায় নাকি
কাঁচা টাকা ওড়ে,
আমি দেখি ভাঙা রাস্তায়
হোঁচট খেয়ে পড়ে!
রেল লাইনের পাশে ঘুমায়
গৃহহীন লোক জন,
টোকাই ছেলে কোথায় পেলো
এপলের আই ফোন?
রাতারাতি ধনের পাহাড়
সোনার খাটে শোয়,
মদের টাকায় খাঁটি দুধে
জুয়ার চর্কি ধোয়।
হা ডু ডুর এই সোনার দেশে
জুয়া এলো কবে?
জ্ঞানী গুণী মানী লোকেও
মাতলো সেই উৎসবে!
কয়লা যেমন ধুলে ময়লা
যায় না কোনদিনো,
পিরীতি কাঁঠালের আঠা
চলছে ক্যাসিনো।
প্রশাসনের নাকের ডগায়
রোজ চলে এই জুয়া,
পুলিশ বলছে জানি না তো!
সত্যি? নাকি ভুয়া?
দেশে কোন অনিয়ম দূর্নীতি নেই। দেশে বাতাবী লেবুর বাম্পার ফলন হয়েছে।
আফসোস হয়! ভালো থাকবেন মুরুব্বী।
সুন্দর পদ্য প্রিয় কবি দা।
অনেক ধন্যবাদ দিদি
চলুক।
শুভেচ্ছা সুপ্রিয়
ক্যাসিনোময় বাংলা।
শুভেচ্ছা অফুরান
কে আনলিরে ক্যাসিনোরে
আমার সোনার দেশে?
দানে দানে টাকার বহর
মদের বানে ভাসে।
ভালো থাকবেন দাদা
অসহ্য এই শহুরে পরিবেশ।
বেঁচে আছি দম বন্ধ করে। শুভেচ্ছা প্রিয়জন।