সে দিন গুলো কই?

দাদী নানি আচল গুজে ঢেকিতে ধান বানতো,
দাদা গাছে উঠে রসের ঠিলে পেড়ে আনতো।
মেটো পথে সায়ের গেয়ে যেতো বিয়ের পালকি,
চার আনাতে দুধের মালাই পাওয়া যাবে আর কি?

সোনা মিয়ার গরুর গাড়ি আর এ পথে ছোটে না,
পঁচিশ পয়সা দিয়ে কেহ ননির খেয়ায় ওঠে না।
লাংগল চষে কৃষক এখন মাঠে তো আর দেয় না মই,
চাল দিয়ে আর যায়না পাওয়া হরেন বাবুর মিষ্টি দই।

ভাটিয়ালি ভুললো মাঝি জারি সারি গায়না কেউ,
পলি জমে মাঠ হয়েছে রোজ যেখানে ভাঙত ঢেউ।
শীতের রাতে হ্যাচাক জেলে যাত্রাপালা হয়না আর,
কাসা পিতল মাটির হাড়ি শোভা পাচ্ছে ঘরে কার?

পাটের ছালায় বসে খেত কলার পাতায় মেজবানি,
নারিকেলের তেল বানাতো ঘুরিয়ে ঘোড়ার ঘানি।
শিল পাটাতে মশলা বেটে মাটির চুলায় ফুটত ভাত,
প্রদীপ জেলে কপাট এটে চিঠি লিখে কাটত রাত।

বর্ষা কালে ঝিলের ধারে উজান ওঠা টেংরা কই,
যতিন বালা ছন্দে ছন্দে পড়ত পালা গানের বই।
তালের পাতার পাখার বাতাস কতখানি শীতল হয়,
ফরমালিন আর প্লাস্টিক যুগে সে কথা কি ভোলা যায়?

10 thoughts on “সে দিন গুলো কই?

    1. অফুরান ধন্যবাদ আর ভালোবাসা জানবেন প্রিয়জন।

      ভালো থাকবেন সব সময়।

  1. হারানো সেই দিন গুলো বর্তমান প্রজন্ম বা আমাদের জীবনে কখনও ফিরবে না। :(

    1. রয়ে যাবে সকলের স্মৃতিতে।

      ধন্যবাদ প্রিয়জন

  2. ভাটিয়ালি ভুললো মাঝি জারি সারি গায়না কেউ,
    পলি জমে মাঠ হয়েছে রোজ যেখানে ভাঙত ঢেউ।
    শীতের রাতে হ্যাচাক জেলে যাত্রাপালা হয়না আর,
    কাসা পিতল মাটির হাড়ি শোভা পাচ্ছে ঘরে কার? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

    1. অফুরান ধন্যবাদ আর ভালোবাসা জানবেন প্রিয়জন। ভালো থাকবেন সব সময়।

    1. অফুরান ধন্যবাদ আর ভালোবাসা জানবেন প্রিয়জন। ভালো থাকবেন সব সময়।

মন্তব্য প্রধান বন্ধ আছে।