তবে কোথায় পেলে?

সে দিন গেছে চলে
বাড়ি দিলে ঢোলে,
মহানন্দে উঠতো নেচে
খোকা মায়ের কোলে।

এখন পুজো এলে
পুলিশ দলে দলে,
তার পরেও সারাদেশে
প্রতিমা ভাঙা চলে।

কোন ধর্ম কি বলে
জানবো বড় হলে,
আগে বলো এমন নিয়ম
কোন হাদীসে পেলে?

আমার ছোট্ট কালে
ঈদ বা পূজো এলে,
খুব আনন্দ করেছি ভাই
মিলে দলে দলে।

কি বিষ ঢেলে দিলে
স্রষ্টার আদেশ ভুলে,
ধর্ম ব্যবসা করে তুমি
মহাপাপী হলে।

ইহকালে পার পেলে
কিন্তু পরকালে,
এই পাপের ই শাস্তি বন্ধু
ঝুলবে তোমার গলে!

ভেবো সময় পেলে
নিভৃতে খাছ দিলে,
মানুষকে খুন করতে হবে
কুরআন কি তাই বলে?

14 thoughts on “তবে কোথায় পেলে?

  1. ইহকালে পার পেলে কিন্তু পরকালে,
    এই পাপের ই শাস্তি কিন্তু
    ঝুলবে তোমার গলে! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয় মুরুব্বী।

  2. আজকাল কেন এমন হচ্ছে চিন্তার বিষয়।

    ধর্ম যার যার উৎসব হোক সবার।

    ভালো থাকবেন  

    1. হাতে গোনা কিছু সংখ্যক সুবিধাবাদী লোকের জন্য আজকের এই অবস্থা।
      ধন্যবাদ জানবেন। 

      ভালো থাকবেন।

       

    1. অফুরান ধন্যবাদ আর ভালোবাসা জানবেন প্রিয়জন।

    1. অথচ তাঁর অনুসারী আমরা হতে পেরেছি কত টুকু? 
      শুভেচ্ছা জানবেন। শুভ কামনা।

       

    1. সেটাই হোক সকলের কাম্য।

      ধন্যবাদ প্রিয় দাদা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।