কাপুরুষ তুই কাপুরুষ!

কাপুরুষ! তুই কাপুরুষ!
চোখের সামনে ভাই খুন হয়!
পিতা ভাসেন অশ্রু ধারায়!
মায়ের আহাজারি দেখেও
নীরবে বসে যে পুরুষ,
কাপুরুষ সে কাপুরুষ!

চারিদিকে আজ শুধু অবিচার,
আতঙ্কে কাটে প্রতিটি প্রহর!
ধর্ষিতা হয় আদরের বোন,
বিচার নিয়ে চলে প্রহসন!

কলিজা লোটে বুকটা চিরে,
অনাচার কত সইবি ওরে?
প্রতিবাদ নেই প্রতিরোধ নেই
নিজেকে ভাবিস সুপুরুষ?
কাপুরুষ তুই কাপুরুষ!

নিরপরাধ নিষ্পাপ ছেলে
নির্যাতনের শিকার কি বলে?
অত্যাচারীর শোষণের অনলে
সমাজ জাতি রাষ্ট্র জ্বলে!

নিভৃতে আর সইবি কত?
ভয় ঝেড়ে ফ্যাল হ জাগ্রত!
বীরের মত হুংকার ছেড়ে,
প্রতিবাদে দে পৃথিবী নেড়ে!

মরতে তোকে হবে একদিন,
কি লাভ হবে মরে প্রতিদিন?
একবারই মর বীরের মতন
তবেই বলবো সুপুরুষ!
কাপুরুষ তুই কাপুরুষ!

20 thoughts on “কাপুরুষ তুই কাপুরুষ!

  1. কী কষ্ট বুকে জমে থাকে বুঝানো যাবে না

     

    সুন্দর হয়েছে লেখা

    1. আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয়জন। ভালো থাকবেন সব সময়।
       

  2. জ্বলন্ত প্রতিবাদের কবিতা। সোচ্চার হন। জেগে উঠুন। দিন আগত, সেদিন আসছে।
    শুভ বিজয়া দশমীর আন্তরিক অভিনন্দন তত্সহ প্রীতি আর শুভেচ্ছা রইল
    সাথে থাকুন, পাশে রাখুন জয়গুরু!

     

    1. আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয়জন। ভালো থাকবেন সব সময়।
       

    1. আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয়জন। ভালো থাকবেন সব সময়।
       

  3. নিভৃতে আর সইবি কত?
    ভয় ঝেড়ে ফ্যাল হ জাগ্রত!
    বীরের মত হুংকার ছেড়ে,
    প্রতিবাদে দে পৃথিবী নেড়ে!

    একম পোষণ করি। আর না। সহ্যের সীমা ছাড়িয়েছে ওরা।

    1. আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয়জন। ভালো থাকবেন সব সময়।
       

    1. আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয়জন। ভালো থাকবেন সব সময়।
       

    1. আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয়জন। ভালো থাকবেন সব সময়।
       

    1. আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয়জন। ভালো থাকবেন সব সময়।
       

    1. আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয়জন। ভালো থাকবেন সব সময়।
       

    1. আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয়জন। ভালো থাকবেন সব সময়।
       

  4. নিরপরাধ নিষ্পাপ ছেলে
    নির্যাতনের শিকার কি বলে?
    অত্যাচারীর শোষণের অনলে
    সমাজ জাতি রাষ্ট্র জ্বলে!

    আগুন জ্বলছেই তো! 

    1. আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয়জন। ভালো থাকবেন সব সময়।
       

মন্তব্য প্রধান বন্ধ আছে।