বাবার চোখে জল!

আচ্ছা বাবা পৃথিবীতে
থাকতে এত মেয়ে,
কেন বিয়ে করলে তুমি
মা-মণিকে যেয়ে?

মা-মনি যে সারাটাদিন
তোমায় ভীষণ বকে,
কোথায় যাচ্ছো কখন ফিরছো
রাখেন চোখে চোখে।

কেনা কাটা বাজার সদাই
হলেই একটু ভুল,
ভীষণ ক্ষেপে টেনে ছেড়েন
তোমার মাথার চুল।

ঈদের দিনেও মা-মণিকে
থামিয়ে রাখা দায়,
আমার ক্লাসের সিমির আম্মু
এমন কিন্তু নয়।

কেন তুমি মা-মণিকে
এতটা ভয় পাও?
চুপ কেন ও বাবা আমার
কথার জবাব দাও?

প্রতি রাতে বারান্দাতে
দাঁড়িয়ে কাঁদো তুমি,
চুপি চুপি লুকিয়ে সব
দেখি কিন্তু আমি!

এ কি বাবা কাঁদছ তোমার
চোখের কোনে জল?
বাবা হেসে বলেন মা রে!
তুই বড় চঞ্চল!

12 thoughts on “বাবার চোখে জল!

  1. হৃদয়স্পর্শী পটচিত্র। সুন্দর লিখেছেন মি. নূর ইমাম শেখ বাবু। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    1. শুভ সকালের শিশিরস্নাত শুভেচ্ছা শ্রদ্ধেয় মুরুব্বী। শুভ কামনা জানবেন। দোয়া করবেন।

  2. কবিতাটি মনে দাগ কাটলো বাবু ভাই। অসাধারণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. অফুরান ধন্যবাদ জানবেন প্রিয় দাদা। ভালো থাকবেন সব সময়।

    1. সব মিলিয়েই সুখের সংসার। ধন্যবাদ আপনাকে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।