বিচ্যুতি

ঝুপ ঝুপ এক পশলা বৃষ্টির মতো রক্তের দাগ, নরকের রক্ত খাদক ; পায়ে পিটে বেড়ী, স্বর্গ থেকে ক্রমশ দুরে সরে যোজন যোজন, মানুষের ঈশ্বরকে কাছে টানতে নিজের ঈশ্বরকে বলিদান, ভিতরে ভিতরে অন্যজন করছি লালন।

পর জন্মের মাঝে ব্যবচ্ছেদ টেনে, মানুষ তোমার আমার
এক জন্মে, এক নৌকায়, রেখা ,শত শত বিচ্যুতি –
অকৃত্রিম গোলাপ, বাতাসে বাষ্পে গন্ধ, তবু মিলনের মাঝে অযুত পথে
হাইড্রার আগমন ভিলেন রূপে।

তোমরা মানুষ ভেবে ভুল কর বার বার কিন্তু আমি করেছিলাম শুধু
এক বার, তারপর….তারপর চন্দ্রগ্রহণের শেষে চাঁদ ওঠেনি।

আরিয়ান নিহাল সম্পর্কে

বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা নিয়ে অধ্যয়ন করছি পাশাপাশি বিভিন্ন সাহিত্য- সংস্কৃতি সংগঠনের সাথে আত্মার বন্ধনে আবদ্ধ আছি। উত্তরায়ণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদ চবি, তির্যক নাট্যদল, বন্ধুসভা চবি, সপ্তর্ষি তাদের মধ্যে অন্যতম। বর্তমানে উত্তরায়ণে সহ সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছি এবং আরও কয়েকটি সংগঠনের কার্যকারী সদস্য পদে আছি। আজীবন সাহিত্য ও সংস্কৃতির একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে কাজ করে যেতে চায়।

2 thoughts on “বিচ্যুতি

  1. অসাধারণ মানের একটি কবিতা। আবৃতি কণ্ঠস্বর যেন কানের পাশে বেজে গেলো।
    গুড লাক মি. আরিয়ান নিহাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ মূল্যায়নের জন্য।

মন্তব্য প্রধান বন্ধ আছে।