আজ ৫ টি বছর
তুমি নেই আমার পাশে।
কিছু বিষন্ন স্মৃতি
আকড়ে ধরে আছে।
জানি আমাকে কখন ও তুমি
হয়ত বা মনে করবে না।
কিন্তু তোমার অস্তিত্ব থেকে
কখন ও আমাকে ছাড়তে পারবে না।
হাসছো, পাগল আমি
না, আমি পাগল নই।
বাস্তবতার নিরিখে অস্তিত্বহীন
আমি ধূলো পড়া স্মৃতির বই।
একবার বুকে হাত দিয়ে বলতো
ভুলতে কি পেরেছো আমাকে আজো।
না, পারনি আমাকে ভুলতে।
পারবে না আমার স্মৃতি গুলো ছাড়তে।
মৃত্যু পর্যন্ত তোমাকে ভাবতে হবে
আমার আবছা মুখ ।
সারা জীবন কাঁদবে তুমি
দেখবে না কোন সুখ।
“মৃত্যু পর্যন্ত তোমাকে ভাবতে হবে
আমার আবছা মুখ ।
সারা জীবন কাঁদবে তুমি
দেখবে না কোন সুখ।”
___ আপনি সুখি হোন মি. পাভেল রহমান। আমাদের শুভকামনা রইলো।
বিষণ্ন প্রেমের স্মৃতি। ভালো লাগর
স্মৃতি আনন্দময়!