মিলিত মিছিল

তখনো গত সন্ধের ফোটা সন্ধ্যা মালতি
অামাদের মিলিত স্বপ্নের মতো
দিনের অালো পেয়ে বিবর্ণ হয়ে যায়নি,
তখনো অামাদের অসংখ্য অাকাক্ষিত
স্লোগান অামরা না হারিয়ে
বুক পকেট চেপে ধরে অাছি অবশিষ্ট কিছু,
তখনো অামাদের স্বপ্নভ্রন হত্যার উদ্দেশ্যে
অামরা যায়নি গোপন ক্লিনিকে।
.
তখন অামরা কেউ জেগে ছিলাম
তখন অামরা কেউ ঘুমিয়ে ছিলাম
তখন অামরা কেউ লাল স্বপ্নগ্রস্থ ছিলাম
.
তখনই হঠাৎ – অতি অকস্মাৎ
এই দেশ এই মাটি কাঁপিয়ে
অর্ধমৃত মানুষকে নাড়িয়ে দিয়ে
মৌলবাদ ও কলুষতাকে পায়ে মাড়িয়ে
এ শহর জেগে ওঠে স্বপ্নস্লোগানে।
.
ঐ শোনো অর্ধমৃত, ডাক দিয়ে যায় মিছিল
ঐ শোনো তন্দ্রাচ্ছন্ন তরুন, ডাক দিয়ে যায় মিছিল
ঐ শোন স্বপ্নগ্রস্থ মানুষ, ডাক দিয়ে যায় মিছিল
.
একবার নয়
দুইবার নয়
মানুষ জেগেছে বহুবার
মানুষ জেগেছে বহুবার মানুষের জন্য
স্বপ্নগ্রস্থ জেগেছে বহুবার স্বপ্নের জন্য
চন্দ্রগ্রস্ত জেগেছে বহুবার রুটির জন্য।
.
শুনতে কি পাও?
অামাদের রক্তে অামাদের ধমনীতে
ডাক দিয়েছে মিছিল
এ শহর চৌচির করে দিয়ে ডাক দিয়েছে মিছিল
চৌরাস্তার মোড় থেকে ডাক দিয়েছে মিছিল
শুনতে কী পাও!
শুনতে পাও না- মিছিলের ডাক?

প্রবাল মালো সম্পর্কে

ক্রমশ অবচেতনে বেড়ে যায় জয় আর পরাজয়ের বোঝা, ক্লান্ত আমি- নিজেকে লুকোই বালকের প্রথম প্রেমের চিহ্নের মতো। কোনো অর্জন নেই আমার- কেবলই অবক্ষয়-ধ্বংস-মৃত্যু, জয়ের আনন্দে বিহ্বলতা নেই- আছে গোপন কান্না, প্রতিটি প্রাপ্তির পেছনে উপলব্ধি ঘৃণার-সংশয় বোধের, প্রকৃতির নীরবতা-নম্রতার পেছনে হিংস্রতার প্রেতছায়া, মৃত্তিকার অগভীরে শেকড়ের ভয়ংকর নগ্নতার ছাপ, নদীর ঢেউয়ের গোপনীয়তা থেকে দোয়েলের সুমিষ্ট শিসের ঘ্রাণ, ঘাসের বেড়ে ওঠা নীরবে- কিছুই তো অজানা নয় মানুষগুলোর, তবু কেন এই অশনি সংকেত! ঝিঁঝিঁ পোকার ডাকে স্বীকারোক্তি দেবে কে? তোমার স্মৃতিগুলোতো ক্রমে অস্পষ্ট, তবুও তোমার দেহের ভঙ্গিমা সবচেয়ে সুখকর- সরল জীবনের মতো, সে-জীবন খোঁজে কবি, কবিতা, প্রেমিক, ঘাস, হৃদয়; তবু কেন মানুষ নয়!

4 thoughts on “মিলিত মিছিল

  1. মন্তব্য পেয়েছেন : ১০
    নিজেরগুলো বাদে : ১০

    মন্তব্য পেয়েছেন : ২ জনের
    মন্তব্য দিয়েছেন : ০ জনকে। সুন্দর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    1. অপরাধ হবে কেনো মি. প্রবাল !! টেক ইজি।
      আমরা সবাই কমবেশী জীবন জীবিকার তাগিদে ব্যস্ত। থাকি এবং থাকতে হয়।

      তারপরও চেষ্টা কিছুটা সময় হলেও প্রিয় প্রাঙ্গনে থাকার। এবং থাকি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. শুনতে কি পাও?
    অামাদের রক্তে অামাদের ধমনীতে
    ডাক দিয়েছে মিছিল
    এ শহর চৌচির করে দিয়ে ডাক দিয়েছে মিছিল
    চৌরাস্তার মোড় থেকে ডাক দিয়েছে মিছিল
    শুনতে কী পাও!
    শুনতে পাও না- মিছিলের ডাক?
    //শুনতে পাচ্ছি সে ডাক অর্ধ ঘুমে ! তন্দ্রা ভেঙ্গে অনতিবিলম্বে আমরাও সারা দিব নিশ্চিত ! অসাধারন কবি !

মন্তব্য প্রধান বন্ধ আছে।