অপরিচিতা

১.
ইদানিং একটু বেশি অপরিচিত মনে হয় তোমাকে,
ঘুম থেকে উঠে যখন দেখি- তুমি বেশ কিছুক্ষণ আগে
বিছানা ছেড়ে উঠোনে করছো পায়চারি,
রাতের উদাসীন চুলে তেল দিচ্ছো, বেণী তুলছো
সযত্নে কিংবা খোঁপায় গেঁথে নিচ্ছো মাধবীলতা;
তখন মনে হয়, দিনে দিনে তুমি
দূরে সরে যাচ্ছো আমায় থেকে…
অপরিচিত হয়ে যাচ্ছো তুমি।
অথচ তুমি কাছে ছিলে না কোনোদিন-
এখনও আমাদের পরিচয়ই হয়নি।
.
২.
তোমাকে দেখিনি কোনোদিন,
বিশ্বাস করো তোমাকে দেখিনি;
তবে মেঘাচ্ছন্ন রাতের আকাশে অন্ধকার দেখে দেখে
রাতের পর রাত জেগে রাত শেষে মনে হয়-
তোমাকে দেখেছি বহুবার!

প্রবাল মালো সম্পর্কে

ক্রমশ অবচেতনে বেড়ে যায় জয় আর পরাজয়ের বোঝা, ক্লান্ত আমি- নিজেকে লুকোই বালকের প্রথম প্রেমের চিহ্নের মতো। কোনো অর্জন নেই আমার- কেবলই অবক্ষয়-ধ্বংস-মৃত্যু, জয়ের আনন্দে বিহ্বলতা নেই- আছে গোপন কান্না, প্রতিটি প্রাপ্তির পেছনে উপলব্ধি ঘৃণার-সংশয় বোধের, প্রকৃতির নীরবতা-নম্রতার পেছনে হিংস্রতার প্রেতছায়া, মৃত্তিকার অগভীরে শেকড়ের ভয়ংকর নগ্নতার ছাপ, নদীর ঢেউয়ের গোপনীয়তা থেকে দোয়েলের সুমিষ্ট শিসের ঘ্রাণ, ঘাসের বেড়ে ওঠা নীরবে- কিছুই তো অজানা নয় মানুষগুলোর, তবু কেন এই অশনি সংকেত! ঝিঁঝিঁ পোকার ডাকে স্বীকারোক্তি দেবে কে? তোমার স্মৃতিগুলোতো ক্রমে অস্পষ্ট, তবুও তোমার দেহের ভঙ্গিমা সবচেয়ে সুখকর- সরল জীবনের মতো, সে-জীবন খোঁজে কবি, কবিতা, প্রেমিক, ঘাস, হৃদয়; তবু কেন মানুষ নয়!

3 thoughts on “অপরিচিতা

  1. “মেঘাচ্ছন্ন রাতের আকাশে অন্ধকার দেখে দেখে
    রাতের পর রাত জেগে রাত শেষে মনে হয়-
    তোমাকে দেখেছি বহুবার!”

    অপরিচিতার জন্য লিখা খুবই সুন্দর হয়েছে মি. প্রবাল মালো। গুড। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অপরিচিতার সাথে পরিচয়ের আখ্যান একই সাথে শুন্যতা ও পুর্ণতায় পরিপূর্ণ ।
    অসাধারণ এই সুক্ষ অনুভূতির প্রকাশ কবি ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।