জীবনটাকে উড়িয়ে দেবো সুতো কাঁটা ঘুড়ির মতো
এক জীবনে একটি মানুষ
এক আকাশে একটি ফানুস
উড়িয়ে দিলে কার ক্ষতি হয়?
ঘর যদি হয় বিশাল আকাশ
কে আর করে ঘরে বাস!
এক আকাশে একটি ফানুস উড়িয়ে দিয়ে
রাতের দূঃখী তারাকে চোখ রাঙিয়ে
তোমার চোখের মহুয়া করে পান
জীবনটাকে উড়িয়ে দেবো সুতো কাঁটা ঘুড়ির মতো।
–
বহুকাল চার দেয়ালে বন্দি ছিলাম
বহুকাল মানুষ হয়ে দিন কাটালাম
এখন ভাবি কেন থাকবো বহুদূর!
তুমি আমি আমরা দুজন-
আমরা যখন দেখেই এলাম সমুদদূর।
সকালের শিশির ভেজা ঘাস মাড়িয়ে
বা হাতের পাঁচটি আঙুল তোমায় দিয়ে
তোমার চোখের মহুয়া করে পান
জীবনটাকে উড়িয়ে দেবো সুতো কাঁটা ঘুড়ির মতো।
1 thought on “তথৈবচ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
“জীবনটাকে উড়িয়ে দেবো সুতো কাঁটা ঘুড়ির মতো
এক জীবনে একটি মানুষ
এক আকাশে একটি ফানুস।”
সেই ভালো। জীবনকে যতটা হালকা রাখা যায়। অভিনন্দন প্রিয় কবি মি. প্রবাল।