NF_1_ (20)

বিভিন্ন দেশের জাতীয় ফুল – ০১

বলুনতো বাংলাদেশের জাতীয় ফুল কোনটি?
যদি আপনার উত্তর হয় “শাপলা” তাহলে আপনার উত্তর ভুল হয়েছে।
বাংলাদেশের জাতীয় ফুলের নাম “সাদা শাপলা”

পৃথিবীর প্রায় প্রতিটি দেশেরই জাতীয় ফুল রয়েছে। হাতে গোনা দুই-একটি দেশ তাদের জাতীয় ফুল নির্বাচন করেনি এখনো।
এই লেখায় পৃথিবীর প্রায় প্রতিটি দেশেরই জাতীয় ফুলের ইংরেজী নাম, বৈজ্ঞানীক নাম ও ফুলের ছবি দেয়া হবে।

যে ফুল গুলির বাংলা নাম আমার জানা আছে সেগুলির বাংলা নামও দেয়া থাকবে।
যে ফুল গুলির বাংলা নামের ঘর ফাঁকা থাকবে বুঝতে হবে সেটির বাংলা নাম আমার জানা নেই।
আপনাদের কারো জানা থাকলে মন্তব্যে জানালে সেটি যোগ করে দেয়া হবে।

প্রতি পর্বে ১০টি করে দেশের নাম ও তাদের জাতীয় ফুল দেখানো হবে।
দেশের নামগুলি ইংরেজী বর্ণানুক্রমিক সাজানো হবে।

১। দেশের নাম : Antigua & Barbuda অ্যান্টিগুয়া ও বারবুডা

জাতীয় ফুলে নাম :
ইংরেজী নাম : Dagger’s Log
বৈজ্ঞানিক নাম : Agave Karatto Miller

২। দেশের নাম : Argentina আর্জিণ্টিনা


জাতীয় ফুলে নাম :
ইংরেজী নাম : Ceibo
বৈজ্ঞানিক নাম : Erythrina Crista-galli

৩। দেশের নাম : Armenia আরমেনিয়া
আরমেনিয়ার কোন জাতীয় ফুল নেই।

৪। দেশের নাম : Australia অস্ট্রেলিয়া

জাতীয় ফুলে নাম : সোনালী একাসিয়া, সোনালী আকাশমনি
ইংরেজী নাম : Golden Wattle
বৈজ্ঞানিক নাম : Acacia Pycnantha

৫। দেশের নাম : Austria অস্ট্রিয়া

জাতীয় ফুলে নাম :
ইংরেজী নাম : Edelweiss
বৈজ্ঞানিক নাম : Leontopodium Alpinum

৬। দেশের নাম : Azerbaijan আজেরবাইজান
আজেরবাইজানের কোন জাতীয় ফুল নেই।

৭। দেশের নাম : Bahamas বাহামা

জাতীয় ফুলে নাম : চন্দ্রপ্রভা, হলদে চন্দ্রপ্রভা, সোনাপাতি
ইংরেজী নাম : Yellow bells, Yellow trumpet, Yellow-Elder
বৈজ্ঞানিক নাম : Tecoma Stans

৮। দেশের নাম : Bahrain বাহরাইন
বাহরাইনের কোন জাতীয় ফুল নেই।

৯। দেশের নাম : Balearic Islands

জাতীয় ফুলে নাম :
ইংরেজী নাম : Carnation, clove pink
বৈজ্ঞানিক নাম : Dianthus Caryophyllus

১০। দেশের নাম : Bangladesh বাংলাদেশ

জাতীয় ফুলে নাম : সাদা শাপলা
ইংরেজী নাম : Water Lily
বৈজ্ঞানিক নাম : Nymphaea nouchali

ঘোষণা : প্রায় সবগুলি ফুলের ছবি নেট থেকে, বিশেষ করে উইকি থেকে সংগ্রহ করা হবে। কিছু ছবি আমার নিজের তোলা আছে।

9 thoughts on “বিভিন্ন দেশের জাতীয় ফুল – ০১

  1. বাহামা জনগনের প্রতি শুভেচ্ছা। আমাদের মতো সুন্দর ফুলকে জাতীয় ফুল করেছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. সব ফুলই সুন্দর, তবে চন্দ্রপ্রভা আসলেই অন্য রকম ভাল লাগার ফুল।

  2. জাতীয় ফুল ফল পশূ পাখি প্রত্যেকটিই একটি জাতির নিজস্ব নিজস্ব গৌরবের প্রতীক বটে। শুভেচ্ছা মরুভূমি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif  

  3. প্রতিটি ছবি সুন্দর আর শিল্পী চোখের বাছাই করা যেন। অভিনন্দন ছবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ১ম, ৭ম ও ১০ম ছবিগুলি আমার তোলা। বাকি গুলি নেট থেকে নেয়া।

মন্তব্য প্রধান বন্ধ আছে।