**মা**

**মা**

তোমার মনে মায়া কত
নেইতো কারো জানা,
তাইতো তুমি সবচাইতে আপন
আমার প্রাণের মা।।

গর্ভেতে ছিলাম যখন
কতই কষ্ট দিতাম তখন
তবুও তুমি আমার তরে
করোনি কভু মানা,
তাইতো তুমি ভালোবাসার প্রতীক
আমার জানের মা।।

দশমাস দশদিন পরে
এলাম যখন পৃথিবী তরে
তুমিতো ছিলে নাজেহাল তখন
তবুও তখন দিয়া বুকের দুগ্ধ
থামালে আমার কান্না,
তাইতো তুমি কষ্টে গড়া
আমার প্রিয় মা।।

শৈশবে জ্বালালাম, কৈশোরে জ্বালালাম
যৌবনে তো ভুলেই গেলাম
তবুও তুমি করোনি অভিমান
নিজ গুণে করলে ক্ষমা,
তাইতো তুমি প্রাণের প্রিয়
আমার গর্ভধারিণী মা।।

আজ তোমায় অনেক মনে পড়ে
কেন গেলে আমায় ছেড়ে?
অনেক প্রশ্ন মনে জমা
উত্তর তো পাইনা
তুমিই আমার জীবন মরন
আমার প্রিয় মা।।

4 thoughts on “**মা**

  1. তোমার মনে মায়া কত, নেইতো কারো জানা,
    তাইতো তুমি সবচাইতে আপন, আমার প্রাণের মা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. প্রতিটি সন্তানের ওপর মায়েদের ভালবাসা, আদর, মায়া, মমত্ববোধ, সোহাগ সবকিছুকে ছাপিয়ে যায়। এবং সন্তানও মায়ের জঠরে পালিত হয় অতি আদরে। যে যতন পৃথিবী পরিমাপযোগ্য নয়। মাকে ভালবেসে আপনার কবিতায় সত্যিই পাঠক মহল উদ্বেলিত হবে। অকৃত্রিম ভালবাসা আপনার জন্য মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। ভালবাসা বহমান রইলো আন্তরিক বন্ধ প্রিয় রবিউল ইসলাম

মন্তব্য প্রধান বন্ধ আছে।