অভিযোগ

অভিযোগ

সতত যেন তোমার অভিযোগ
আছি আমি বড় একা;
বছর গড়ায় রাখি না সংযোগ
কি সেই প্রহেলিকা ?

মা বলেন কেমন আছিস তুই
কি বা খাস্ কি পরিস্ ?
মা, এরই নাম বিদেশ বিভূঁই
গিলি কৈ আদর আশিস।

কিন্তু কৈ আমি তো একা নই
মন চোখে সবি দেখি;
তুমি আর মা আর আছে বই
সাথে ঐ একটি পাখি।

তপ্ত ঐ রোদে যখন পথ চলি
ছায়া থাকেই পাশে;
রাতে দেখি তারাদের হোলি
সাথে শশীও হাসে।

ব্যথা হৃদয়ে কোথায় শূন্যতা
দুখগুলো করে নৃত্য;
পাশে আছে হরদম অস্থিরতা
একা নই, ভাব যত।

তবু তোমাদের ঐ অভিযোগ
উঠা বসা একা একা;
যন্ত্রণা জ্বালা করে যোগাযোগ
জাগায়, দিয়ে ধাক্কা।

6 thoughts on “অভিযোগ

  1. শত অভিযোগের ভীড়েও মায়েদের এমন ভালবাসা সত্যিই অকৃত্রিম। চমৎকার লেখনিতে ফুটিয়ে তুলেছেন সমসাময়িক বাস্তবতাকে। শ্রদ্ধা রইলো প্রিয় স্ব-নামের বন্ধুবরেষু।

  2. "তবু তোমাদের ঐ অভিযোগ, উঠা বসা একা একা;
    যন্ত্রণা জ্বালা করে যোগাযোগ, জাগায়, দিয়ে ধাক্কা।"

    আপনার ছড়া পদ্যও কবিতার চেয়ে বেশ সুন্দর হয় প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. হৃদয়ের নিগূঢ় কথাগুলো অভিযোগের রিবনে…
    অনেক মায়াকাড়া…

মন্তব্য প্রধান বন্ধ আছে।