এক ঝাঁক হাইকু ২৯

(জাপানে প্রচলিত ‘হাইকু’ জাপানি কবিতা)

এক
জীবন আর
স্বর্গ নরক যেন
এ বারংবার।

দুই
শিশির কণা
প্রেম ঘাসে, পাল্টে রং
দেখায় সোনা।

তিন
কত কাকুতি
এ হৃদয় মন্দিরে
হাসে নিয়তি।

চার
তুমি কাতর
উপাসনা প্রার্থনা
সে তো পাথর।

পাঁচ
কি ছুটাছুটি
জগতে মানুষের
শেষে ঐ মাটি।

ছয়
এলে বসন্ত
প্রকৃতি কি বর্ণিল
বড্ড অশান্ত।

4 thoughts on “এক ঝাঁক হাইকু ২৯

  1. পাঠক হিসেবে প্রত্যাশা করেছিলাম এক ঝাঁক হাইকু ক্রমিকের প্রথম থেকে আসবে।
    পেলাম ২৯। মন্দ নয়। এভাবেই ধীরে ধীরে ক্রমিকের প্রথম আসুক প্রিয় কবি। সুন্দর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. এক এক করে পাবেন ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা সব সময়।

  2. হাইকুর কথাতো ভুলেই গিয়েছিলাম। ধন্যবাদ আপনাকে। চলুক হাইকু। অপেক্ষায় থাকব।

মন্তব্য প্রধান বন্ধ আছে।