কি নিঠুর খেলা জগতে

কি নিঠুর খেলা জগতে

এখনো ঐ আবর্জনা স্তূপে
পশু আর মানুষেরই ভিড়
কি পাবে কে,দ্বন্দ্ব চলে;
ঘর তো দূরে,নেই ছাদ
হলাহল ঝগড়া ফ্যাসাদ
ধরাশায়ী যেন শক্তিবলে।

ক্ষুধায় এক মুঠো ভাত
যখন বাড়ায় দু’টি হাত
চোখেতে কুয়াশা জমে;
কি নিঠুর খেলা জগতে
চলছে যেন তা অহর্নিশি
তবে কেন এ জন্ম ভূমে ?

মাঝে মাঝে এমন হয়
লিখবো না আর কখনো
হয়েছে স্থবির হৃদয় মন;
পথে ঘাটে যখন বেরোই
দীনের সে ঐ করুণ চিত্র
কার কাছে করি নিবেদন ?

2 thoughts on “কি নিঠুর খেলা জগতে

  1. আমাদের জীবনের দুঃখ কষ্ট গুলোন পরস্পরের সাথে এমন ভাবে জড়িয়ে আছে; সুখের মিশ্রণ যেন আদিখ্যেতা মাত্র। ___ অভিনন্দন প্রিয় কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।