প্রতিপালক

প্রতিপালক

গুঢ় রহস্যে আবৃত জগত পালক
পরিচয় তা অজানা কত সে মহান;
সুন্দর এ বসুন্ধরা তাঁর আঁকা ছক
আকাশ ভূতল গ্রহ তারা কোটি প্রাণ।
যোগ বিয়োগের অঙ্ক কষা নিরবধি
অদ্ভুত সৃজন তাঁর, মানব জীবন;
পথিক চলে, ঠিকানা ওই সমাধি
সাথি যার হাসি কান্না অনন্ত স্বপন।

প্রতিচ্ছবি ব্রহ্মাণ্ডের,দারুণ উপমা
এঁকেছেন মানুষের দুর্বোধ্য হৃদয়ে;
যেথা সূর্য উঠে ফুল ফোটে মনোরমা
ঝড় হয় বৃষ্টি পড়ে সময়ে সময়ে।
রাতের আঁধারে হাসে তারা ঐ চন্দ্রিমা
শূন্যতা কভু অপ্রাপ্তি ক্ষণে রমরমা।

চতুর্দশপদী কবিতা
বিন্যাস: ৮ + ৬।
অন্ত্যমিল: কখকখ, গঘগঘ, ঙচঙচ, ছছ

4 thoughts on “প্রতিপালক

  1. “রাতের আঁধারে হাসে তারা ঐ চন্দ্রিমা
    শূন্যতা কভু অপ্রাপ্তি ক্ষণে রমরমা।”

    কবিতার ব্যাকরণ আমার জানা নেই। তবে ছন্দ মিলের লিখা আমার বেশী প্রিয়।
    চতুর্দশপদ এবং তার ক্রমমাণ সহ অন্ত্যমিলের বিষয় গুলোন মাথায় রাখলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অজস্র ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। আপনার মন্তব্যে প্রেরণা পাই।

      1. আপনার জন্য অসংখ্য শুভেচ্ছা প্রিয় কবি। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. চতুর্দশপদী কবিতার প্রতি আমার একরকম দুর্বলতা ছিলো এক সময় । ভীষন ভালো লাগলো কবি !

মন্তব্য প্রধান বন্ধ আছে।