খুশীর ঈদ
রমজানের এক মাস সংযম শেষে
এসে গেলো আজি ঐ খুশীর ঈদ অবশেষে;
সে কি সৌহার্দ্য আলিঙ্গন মানুষে
নেই আর ভেদাভেদ ছোট বড় সবাই হাসে।
হিংসা-দ্বন্দ্ব ভুলে শুধু কি ভালোবাসা
কি মধুর এক বন্ধন, অন্তরে বেঁধেছে বাসা;
রোজার এহি শিক্ষা, একান্ত প্রত্যাশা
দুষ্টু রিপুর উপবাসে হবে হৃদয়খানি খাসা।
বারোটি মাস যেন রই এমনই মানুষ
না করি হানাহানি কাটাকাটি না হারাই হুঁশ;
সতত ভাবি কিসে সকলের পরিতোষ
উপবাস সেহি, হৃদয়ে জমতে দেব না দোষ।
চলো জ্বালিয়ে দিই পাপ, পঙ্কিলতা
থাকি উপবাস, অন্তরে জমাই সততা মমতা;
হোক প্রতিদিন ঈদ লালিত মানবতা
তবেই যেন এই সংযম অভ্যাসের সফলতা।
বাড়ে তবে রমজানেই লোভ লালসা
অধিক মুনাফা লুটা ব্যবসায়ীদের এক নেশা;
সবার কেনাকাটা বেশী হারায় দিশা
গরিবের অসাধ্য ওসব, অপূর্ণই রয় যে আশা।
প্রিয় কবি মি. সাইদুর রহমান।
শুভেচ্ছা ও ঈদ মোবারক।
মোবারক হোক…
সুখী মানুষ সুখী থাকুক
সুন্দরেরা সুন্দর
দুখী জনের দুঃখ মিটুক
আনন্দ হোক নিরন্তর….
ঈদ মোবারক…
দা উ দু ল ই স লা ম
গরিবের অসাধ্য ওসব, অপূর্ণই রয় যে আশা ।
*সবার আশা পুর্ণ হোক । ঈদ হোক আনন্দের।
ঈদ মোবারক কবি !
*ঈদের শুভেচ্ছা জানুন সাইদুর ভাই। সতত শুভ কামনা জানাই।