রঙ খেলা
জগত জুড়ে রঙ খেলা
যেমন এ জীবন ভেলা
বদলায় রঙ তার সেও অহর্নিশি;
প্রকৃতির শোভা সবুজ
বসন্তের কি সাজগোজ
ফিকে হয় দিনদিন বারোমাসই।
ফুলে ফলে যে শতদল
বুঝে না ছল কত নির্মল
দানেই ওরা পরিতৃপ্ত অনাদিকাল;
জীবন যখনই প্রেমস্নাত
পশুত্ব রঙ যেন পরাভূত
বদলায় সমাজ, বদলায় হালচাল।
হৃদয়েই তো জ্বলে দীপ
নিভে গেলেই ঐ প্রদীপ
বেড়ে উঠে কি ভীষণ অগ্নি জ্বালা;
যেই আলোকিত হৃদয়
সেথা আর রয় না ভয়
এহি তো রহস্যে ভরা, রঙ মেলা।
সময়েরও আছে রঙ ডালা
প্রভাত দুপুর, সন্ধ্যা বেলা
থাবায় আক্রমণ তার, অতর্কিতে;
মাটির রঙ সেও কি অদ্ভুত
বানায় পুতুল, বড্ড নিখুঁত
আমরা মন্দ, তবুও আঁচল পেতে।
জীবন যখনই প্রেমস্নাত
পশুত্ব রঙ যেন পরাভূত
বদলায় সমাজ, বদলায় হালচাল।
বস্তুত জীবনের অঙ্গসজ্জার গড়ন এই ভাবেই তৈরী করে রেখেছেন সৃষ্টিকর্তা।
অজস্র ধন্যবাদ ও শুভেচ্ছা।
সময়েরও আছে রঙ ডালা
প্রভাত দুপুর, সন্ধ্যা বেলা
থাবায় আক্রমণ তার, অতর্কিতে;
মাটির রঙ সেও কি অদ্ভুত
বানায় পুতুল, বড্ড নিখুঁত
আমরা মন্দ, তবুও আঁচল পেতে।
অজস্র ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন।