রঙ খেলা

রঙ খেলা

জগত জুড়ে রঙ খেলা
যেমন এ জীবন ভেলা
বদলায় রঙ তার সেও অহর্নিশি;
প্রকৃতির শোভা সবুজ
বসন্তের কি সাজগোজ
ফিকে হয় দিনদিন বারোমাসই।

ফুলে ফলে যে শতদল
বুঝে না ছল কত নির্মল
দানেই ওরা পরিতৃপ্ত অনাদিকাল;
জীবন যখনই প্রেমস্নাত
পশুত্ব রঙ যেন পরাভূত
বদলায় সমাজ, বদলায় হালচাল।

হৃদয়েই তো জ্বলে দীপ
নিভে গেলেই ঐ প্রদীপ
বেড়ে উঠে কি ভীষণ অগ্নি জ্বালা;
যেই আলোকিত হৃদয়
সেথা আর রয় না ভয়
এহি তো রহস্যে ভরা, রঙ মেলা।

সময়েরও আছে রঙ ডালা
প্রভাত দুপুর, সন্ধ্যা বেলা
থাবায় আক্রমণ তার, অতর্কিতে;
মাটির রঙ সেও কি অদ্ভুত
বানায় পুতুল, বড্ড নিখুঁত
আমরা মন্দ, তবুও আঁচল পেতে।

4 thoughts on “রঙ খেলা

  1. জীবন যখনই প্রেমস্নাত
    পশুত্ব রঙ যেন পরাভূত
    বদলায় সমাজ, বদলায় হালচাল।

    বস্তুত জীবনের অঙ্গসজ্জার গড়ন এই ভাবেই তৈরী করে রেখেছেন সৃষ্টিকর্তা। :)

  2. সময়েরও আছে রঙ ডালা
    প্রভাত দুপুর, সন্ধ্যা বেলা
    থাবায় আক্রমণ তার, অতর্কিতে;
    মাটির রঙ সেও কি অদ্ভুত
    বানায় পুতুল, বড্ড নিখুঁত
    আমরা মন্দ, তবুও আঁচল পেতে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।