ব্যঞ্জনবর্ণের আলোতে উপাসনা

ব্যঞ্জনবর্ণের আলোতে উপাসনা

ম-মাওলা তুমি, রেখো দৃষ্টি আমরা অসহায়
য-যন্ত্রণা পীড়া সে দুঃখ জ্বালা আমাদের যত;
র-রক্ষক তুমি, করো উপশম, তুমিই উপায়
ল- লাঞ্ছিত নির্যাতিত হবে মানুষ আর কত ?

ব্যঞ্জনবর্ণের আলোতে সাহিত্য

শ-শব্দ যোজনে যারা গড়ে এ ছন্দ শব্দ মালা
ষ-ষড়ৈশ্বর্য তারাই; রচে যারা সাহিত্যকলা।
স-সঙ্গীত প্রেম কলাতেই সৃষ্টি এই জগত
হ-হৃদয় ক্ষুধা মিটানোর আর যে নেই পথ।

ব্যঞ্জনবর্ণের আলোতে আবোল তাবোল

ৎ-উৎপত্তি এ পৃথিবীর কিভাবে কে জানে
ঙ্ং-রং ঢং কেমনে এলো তবে এ ভুবনে ?
হ্ঃ-দঃখ সুখ কলহ ঝগড়া মানুষে বিরাজ
ফাঁদ ফন্দিতে ওস্তাদ, তাদেরই আজ রাজ।

2 thoughts on “ব্যঞ্জনবর্ণের আলোতে উপাসনা

  1. ম’ থেকে পেলাম। তাহলে তো পাঠক হিসেবে আগের বিষয় গুলোন মিস করেছি।
    আশা করবো ব্যঞ্জনবর্ণের আলোতে উপাসনা’র বাকী অংশ গুলোও পড়তে পারবো। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।