অজ্ঞাত
না চিনতেম সুদূরের নীল আকাশ
না চিনতেম প্রাণ প্রভা এই বাতাস;
না চিনতেম সে ঐ রক্ত চোখ সূর্য
না চিনতেম চাঁদ কত শীতল শুভ্র।
চিনতেম কি এ সবুজ বনানী মাঠ
চিনতেম কি গগনে তারার ঐ হাট;
জানতেম কি পাখিরা জানে সুরতান
জানতেম কি ধরায় এতো কলতান ?
নদী ঝর্ণা বহে দিবা নিশি কল কল
মোহনায় সাগরিকা বিছিয়ে আঁচল;
দেরী তাই ক্ষ্যাপা অভ্র করে গুরুগুরু
অধীর হয়ে আছে যে তার লতা তরু।
ছিলো না জানা ধরায় আমার ঠিকানা
মা প্রতীক্ষায়, ছিলাম যদিও বেগানা;
কখন যে দেখবেন তবে মুখখানা
যেন আমি তার কত সে আজন্ম চেনা।
জানতেম না এ প্রেম ভালোবাসা প্রীতি
জানতেম না, কি এ সাহস ভয় ভীতি
জানতেম না কি সুখ, কি বা কষ্ট জ্বালা
ফিরতে হবে আবার, শেষ হলে বেলা।
চমৎকার এক ছন্দের আবহ। নিকট অতীতের স্মৃতি মনে পড়ে যায়।

অভিনন্দন প্রিয় কবি।
শুভেচ্ছা রইল।
আপনার লেখা ভালো লাগে কবি দাদা।