একাত্তরের বিজয় মাসে

একাত্তরের বিজয় মাসে

এক
পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পায়
প্রিয় মা জননী আমার বাংলাদেশ;
এবারেও এ ডিসেম্বরে আনন্দ বন্যায়
ধুয়ে নিঃশেষ জনতার সকল ক্লেশ।

দুই
নয়টি মাস এক সাগর রক্ত ঝরার শেষে
পেয়েছি লাল সবুজ পতাকা;
বীর সন্তানেরা ঐ দ্যাখো হাসে আকাশে
খুশির অশ্রুতে দেশ মাতৃকা।

তিন
পৃথিবীর বুকে এ ডিসেম্বরেই তো রচিত
বাংলাদেশ একটি পতাকা একটি মানচিত্র;
গর্জে উঠেছিল একাত্তরে বাংলার মানুষ
মাত্র নয়টি মাসেই হানাদার হয়েছিল তুষ।

চার
একাত্তরের ৭ই মার্চে মুজিবের বজ্র গর্জন
বাঙালী জাতির জীবনে আনে মহান অর্জন;
বিশ্বের বুকে রচিত হলো নূতন ইতিহাস
শোষণ বঞ্চনা শেষে জনতার মুক্তির শ্বাস।

ডিসেম্বর ১৫, ২০১৭

2 thoughts on “একাত্তরের বিজয় মাসে

  1. 'বিশ্বের বুকে রচিত হলো নূতন ইতিহাস
    শোষণ বঞ্চনা শেষে জনতার মুক্তির শ্বাস।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. শৃঙ্খল মুক্ত হোক আমাদের বাংলাদেশ। আমি ভারতীয় হলেও বাংলাদেশ ভালবাসি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।