নববর্ষের শুভেচ্ছা
অঢেল স্বপ্ন নিয়ে ফিরে এলো আবারো
একটি নূতন বছর, আঠারো;
আছে ওতে বীজ আকাঙ্ক্ষার নতুনত্বের
প্রতিদিন সোনালি প্রভাতের।
ঐ শোনো রাতের শেষে ভোরের আযান
পাখিদের কলরব কলতান;
কাননে ফুটেছে কত ফুল সৌরভে ভরা
চারিপাশ কত আকুল করা।
ভুলে যাও পিছনের সকল দুঃখ কষ্ট গ্লানি
মুছে ফেলো এখন অশ্রুখানি;
জেগে উঠো এলো যে রঙিন নূতন ভোর
কেটে যাক সব কালো ঘোর।
চলো হাটি এবার, অচেনা এক নূতন পথে
সততার সাথে একাগ্র চিত্তে;
এসো ঢেলে দিই স্নেহ প্রেম সকলের তরে
ভরে যাক হৃদয় খুশির ঝড়ে।
হোক সকলের জীবনে মধুময় বর্ণিল সাজ
হোক বর্ষখানির শুরুটা আজ;
পূর্ণ হোক সকলের আশা, মুখে মিষ্টি হাসি
আমারও শুভেচ্ছা, রাশি রাশি।
ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও। ভালো থাকবেন কবি।
কাননে ফুটুক ফুল সৌরভ ভরা কবি দা। নতুন বছরের শুভেচ্ছা নিন।
ঘন কুয়াশা কেটে
এগুচ্ছি শেষ ক'টি কদম ,
নির্জন…সবুজ সারি
প্রবীন জট বাঁধা চুলে ক্লান্তি মাখা গন্ধ ,
রাতের শেষ আর্তনাদ ছুঁয়ে
বিদায় নেয় মৃত চাঁদ !
জেগে উঠে নবীন প্রস্রবণগিরি
…… নতুন সূর্য !
অনেক ভালবাসা ও নতুন দিনের জন্য শুভ কামনা রইল প্রিয়
নববর্ষের শুভেচ্ছা