আমায় কাঁদতে দিবে না বলে

আমায় কাঁদতে দিবে না বলে

আমায় কাঁদতে দিবে না বলে
রাশি রাশি সম্পদে, স্তুপাকার;
চারিপাশে করেছো একাকার
কত সে কষ্ট শ্রম, ঘাম ফেলে।

আমায় কাঁদতে দিবে না বলে
মুক্ত এ উদার গগন তলে
প্রাসাদ, পাথরে মুক্তো ঢেলে
নির্মিত, নিশ্চিন্ত রবো বলে।

গোলাপ চামেলি ভর্তি বাগান
জল সিঞ্চনে করে গেলে তাজা;
লুটবো সুগন্ধ, করবো মজা,
জোছনা আলোতে করবো স্নান।

গোলাপ কন্টকে হই যদি ম্লান
কাব্য গীতি তাও সাজিয়ে গেলে;
বাদ্য তালে নৃত্যে পড়বো ঢলে
সমাজেও রবে, মান সম্মান।

দিয়ে গেলে ঢেলে সব সঞ্চয়
আজ এ কি ! বকুল বৃক্ষ তলে;
কবরখানি ঢাকা শুভ্র ফুলে
সঞ্চয় শুধু জীবন মৃত্যুময়।

4 thoughts on “আমায় কাঁদতে দিবে না বলে

  1. "গোলাপ চামেলি ভর্তি বাগান
    জল সিঞ্চনে করে গেলে তাজা;
    লুটবো সুগন্ধ, করবো মজা,
    জোছনা আলোতে করবো স্নান।"

    অসাধারণ ছন্দময়ের লিখা। যেমন লিখার ভক্ত আমি চিরকালই। অভিনন্দন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অনেক সুন্দর। অনেক সুন্দর কবিতা কবি দা। মুগ্ধ হলাম

  3. অসাধারণ কবি দা অনেক শুভেচ্ছা রইল——–https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।