(করোনা – কোভিড ১৯)
-সাইদুর রহমান
যাকে চোখে দেখি না চিনি না
নামটি তার আজ কারো নেই অজানা;
সারা বিশ্বকে তুলেছে কাঁপিয়ে
ছোট বড় সবাই কত না আতঙ্ক ভয়ে।
কোথাও নেই যুদ্ধ বোমাবাজি
তবুও পৃথিবীর সকল মানুষেরা আজি;
অবরুদ্ধ ঘরে, যায় না বাহিরে
কেহ নয় কারো পাশে রয় দূরে দূরে।
একে অপরে মিলায় না হাত
অভিমানী প্রকৃতির কি নির্মম পদাঘাত;
এতো মৃত্যু দেখিনি একদিনে
কি নির্দয় আগ্রাসন সে করোনার মনে।
আজ বিরাট ঝুঁকি জন সমাবেশ
মানুষ মানুষে সৌহার্দ্য মানবতাও শেষ;
প্রকৃতি এতই ক্ষুব্ধ অবাক হই
যেন পাপ-স্তূপ বিশ্বে একদম ছুঁই ছুঁই।
হাতদু’টি ধোও সাবান দিয়ে
হাঁচি দাও সাবধানে অতিশয় ভদ্র হয়ে;
কে জানে কখন কার কি হয়
আজ সময়ও আর মানুষের পক্ষে নয়।
ছন্দ শব্দে আমাদের সমকালীন এবং যাপিত সময় বা জীবনের চিত্রই ভেসে উঠেছে। এটা সত্য যে, সময়ও আর মানুষের পক্ষে নেই। বিধাতা জনের অনুকম্পা ছাড়া বৈশ্বিক এই মহামারি থেকে আমরা কেউই নিরাপদ নই। ভালো থাকুন কবি।
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। আপনিও ভালো থাকুন।
সৃজনশীল ও মননশীল লেখা।
নির্দয় আগ্রাসনে করোনা। সচেতনতা বাড়াতে হবে। নইলে আমাদের ক্ষতি নিশ্চিত।
চমৎকার।