এক ঝাঁক হাইকু ৪৩

(জাপানে প্রচলিত ‘হাইকু’ জাপানি কবিতা)
বিষয়: করোনা ভাইরাস কোভিড-১৯

এক
ভয় পেয়ো না
সতর্ক থেকো; উবে
যাবে করোনা।

দুই
আমরা ঘরে
কোভিড-১৯ তাই
জ্বালায় মরে।

তিন
আর গুজব
নয়। ভালোই আছি
আমরা সব।

চার
মৃত্যু মিছিল
গৃহে বন্দী মানুষ
স্তব্ধ নিখিল।

পাঁচ
সতত হাঁচি
মুখ ঢেকে। আমরা
সবাই বাঁচি।

ছয়
থুথু ও কাশি
ফেল না যথা তথা
বালাই বেশী।

3 thoughts on “এক ঝাঁক হাইকু ৪৩

  1. ঝাঁক বাধা হাইকু পড়ার সৌভাগ্য আমার আগেও হয়েছিলো। সমকালীন ধারার চলতি পর্বটিও এককথায় চমৎকার হয়েছে বলবো আমি। শুভেচ্ছা মি. সাইদুর রহমান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। ভালো আছেন আশা করি। সালাম জানবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।