নেই সে বারুদের গন্ধ

যুদ্ধ দেখেছি মানুষে মানুষে
যুদ্ধ হয়েছে দেশে ও দেশে
এ বিশ্বযুদ্ধ মানুষে অদৃশ্যে;

নেই সে বারুদের উগ্র গন্ধ
তবু গোটা পৃথিবী যেন স্তব্দ
মানুষ ঘর বন্দী, কারারুদ্ধ।

আকাশেও উড়ছে না বিমান
অদৃষ্ট বোমায় নিঃশেষ প্রাণ
অস্থির মানুষ চোখ মুখ ম্লান;

পৃথিবীর সব শক্তিধর দেশ
মারণাস্ত্রের যেথা নেই শেষ
সব বিকল নেই আর লেশ।

ক্ষুদ্রাতি ক্ষুদ্র এক ভাইরাস
বিঞ্জানের সে অর্জন উচ্ছ্বাস
গলা টিপেই করছে বিনাশ;

প্রকৃতির মগজে জ্ঞান সুপ্ত
মুহূর্তেই কাবু বিশ্ব, কম্পিত
এত দক্ষ তার সৈন্য সামন্ত।

নিরর্থক সকল দম্ভ, বড়াই
জীবনের যত চরাই উৎরাই
প্রাপ্তি শুধু ঐ মাটির ঘরটাই।

4 thoughts on “নেই সে বারুদের গন্ধ

  1. অসাধারণ প্রকাশ মি. সাইদুর রহমান। ভালো থাকুন পরিবারের সবাইকে নিয়ে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। শুভ কামনা রইলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।