নূতন কিশলয় জেগে উঠে সানন্দে
কুঁড়ির আগমনে পূর্ণ হয় শূন্যতা;
বকুল তলা যেন আমোদিত সুগন্ধে
ঝরিত পল্লবে নেমে আসে নীরবতা।
নব জাত এলে বৃদ্ধেরা নয় বিহ্বল
রীতি এই, পদার্পন পুনশ্চ প্রস্থান;
এ বেলা খিলখিল ও বেলা ছল ছল
জল ধারা প্রবাহিত যেথা শূন্য স্থান।
স্রোত লহরী ভাঙ্গবে আবার গড়বে
ভাসবে চর, তৈরি হবে নূতন ঘর;
কখনো বা হারবে পুনরায় লড়বে
সৃষ্টি ধর্ম এমনি, কিছু নয় নির্জর।
পান্থশালা পৃথিবী, এক বিরাম স্থল
জীর্ণ জড়তা ধুয়ে নিয়ত পরিমল।
চতুর্দশপদী কবিতা
রচনা: ২০১১
এ বেলা খিলখিল ও বেলা ছল ছল… জল ধারা প্রবাহিত যেথা শূন্য স্থান;
স্রোত লহরী ভাঙ্গবে আবার গড়বে … ভাসবে চর,তৈরি হবে নূতন ঘর।
চমৎকার কবি দা বেশ কিছু দিন পর