বাংলা ভাষা

index

ভিন্ন ভাষায় সুখ যে পাই না
মায়ের ভাষায় সুখ,
নিজের ভাষায় কথা বললে
গর্বে ভরে বুক।

বাংলা করতে রাষ্ট্র ভাষা
গেলো কতো জান,
অন্য ভাষায় কথা শুনলে
দুঃখে ভরে প্রাণ।

তাই এসো গো বাংলা বলে
মিটাই মোদের আশ,
বাংলা আমার মায়ের বুলি
বাংলা মোদের শ্বাস।

বলো বাংলা সবাই ওগো
বাংলায় গাও সে গান,
শস্য শ্যামল বাংলায় ফলে
সোনার ফসল ধান।

যেই আসে ওই ফেব্রুয়ারী
করি আহবান,
মাতৃভাষার নিই যে শপথ
রাখবো ভাষার মান।

.
স্বরবৃত্তঃ ৪+৪ / ৪+১

4 thoughts on “বাংলা ভাষা

  1. যেই আসে ওই ফেব্রুয়ারী করি আহবান,
    মাতৃভাষার নিই যে শপথ … রাখবো ভাষার মান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।