পাল্কি আর কোথায়

dnj73ep

আগের দিনে সকল গাঁয়ে
পাল্কির ছিলো চল,
নায়র যেতো মা বোনেরা
নামতো খুশির ঢল।

চার বেয়ারা নিতো কাঁধে
ঝরতো কত ঘাম,
এখন আর সে কোথা দেখি
আধুনিক সব গ্রাম।

নতুন বধূ শ্বশুর বাড়ি
পাল্কি চড়ে যায়,
বাপের বাড়ি ছেড়ে যেতে
কন্যার কষ্ট হায়।

তবু কন্যার অনেক স্বপ্ন
করবে স্বামীর ঘর,
মা বাবা আর স্বজন সবে
এখন তার যে পর।

রয় সে শঙ্কা তবুও মনে
কেমন জানি হয়,
যে করে হোক কন্যার স্বপ্ন
করবে তাদের জয়।

স্বরবৃত্ত : ৪+৪+৪+১

4 thoughts on “পাল্কি আর কোথায়

  1. আগের দিনে সকল গাঁয়ে
    পাল্কির ছিলো চল,
    নায়র যেতো মা বোনেরা
    নামতো খুশির ঢল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. অশেষ ধন্যবাদ ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। ভালো থাকুন নিরন্তর।

      https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      1. আপনিও ভালো থাকবেন প্রিয় কবি মি. সাইদুর রহমান। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।