আবোল তাবোল

আজকাল তবে জীবন কতো
সহজ হলো ভাই,
হাঁটাহাঁটি কি দরকার ? সব
হাত বাড়ালেই পাই।

যাদের আছে গাড়ি একখান
লাগে না আর শ্রম,
আধা ডজন চাকর বাকর
সুখের নেই যে কম।

আগের দিনে দূর দূরান্তে
ছিলো বাজার হাঁট,
পায়ে হেঁটে চলতো সবাই
মেঠো রাস্তা ঘাট।

দ্রব্য মূল্য বাড়লে আহা
ছুটতো গায়ের ঘাম,
কৃষাণ কষ্টে ফলায় শস্য
পায় কখনো দাম ?

মূল্য তবে বাড়ুক কমুক
ধনীর খুশির ঝড়,
শ্রম নেই তারি বাড়ে ভুঁড়ি
তাতে কিসের ডর ?

স্বরবৃত্তঃ ৪+৪ / ৪+১

4 thoughts on “আবোল তাবোল

  1. ছন্দের ছোট খাটো মিল আছে এমন লিখা পড়লেও আমি ধন্য হয়ে যাই।
    জানিনা কেন … ছন্দ বা পদ্য আমার কাছে ভালো লাগে। আমার দুর্বলতা থাকে।

    সেই ভালো লাগার নিক্তিতে আপনার লিখা আলবৎ উৎরে যায় মি. সাইদুর রহমান। :)

    1. অজস্র ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। ভালো থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. অসংখ্য ধন্যবাদ কবি। ভালো থাকুন নিরন্তর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।