লেখকের ভাবনা

830

গান কবিতা যা লিখেছি
কাগজে তা রয়,
যদি মনে দাগ না কাটে
হয়েই যাবে ক্ষয়।

আমি যবে থাকবো নাগো
কেহ পড়বে তাই.
নয়ত কেহ বাজে ভেবে
পুড়ে করবে ছাই।

যে নয় তবে নামী লেখক
সবার তুচ্ছ আজ,
যেমন আমি কি লিখেছি
পাই যে ভেবে লাজ।

শব্দের ভাণ্ডার অতি অল্প
কই কবিতা হয় ?
পারি না তাই হৃদয়খানি
লিখে করি জয়।

আবেগ দিয়ে হয়না কিছু
মগজে যে জ্ঞান,
ফুটাতে হয় ভাব কতটা
রেখে তারি ধ্যান।

.
স্বরবৃত্তঃ ৪+৪ / ৪+১

2 thoughts on “লেখকের ভাবনা

  1. আবেগ দিয়ে হয়না কিছু
    মগজে যে জ্ঞান,
    ফুটাতে হয় ভাব কতটা
    রেখে তারি ধ্যান।

    __ ছন্দ বোধনে সত্য লেখকের সত্য ভাবনার বহির্প্রকাশ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। ভালো থাকুন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।