জীবন পথে

57894_n

জীবন পথে বাধা আসবে
সব সময় তাই হয়,
সাহস করে এগিয়ে যাও
তবেই হবে জয়।

পথের কাঁটায় ভয় পাবে না
সামনে ধেয়ে যাও,
রক্ত ঝরুক মনকে আরো
শক্ত করে নাও।

ঐ যে দেখো শশী হাসে
যখন তবে রাত,
সৎ পথে যে প্রভু সহায়
দূর করে দেন ঘাত।

যুদ্ধ করেই গড়তে হবে
তোমার জীবনখান,
জয়ী হলে লোকে বলে
তুমি ভাগ্যবান।

রবি আসে রাতটা পালায়
ধরা হাসে খুব.
যখন পাবে জয়ের মুকুট
দুঃখ দেবে ডুব।

.
মাত্রাবিন্যাসঃ স্বরবৃত্তঃ ৪+৪ / ৪+১

2 thoughts on “জীবন পথে

  1. অসামান্য কবিতায় একরাশ শুভ কামনা প্রিয় কবি https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।