ঐ যে দেখো পাখি উড়ে
নীল গগনের মাঝে,
আমি দেখি ব্যাকুল হয়ে
প্রতি সকাল-সাঁঝে।
মাগো আমার ইচ্ছে করে
আমিও তেমন উডি,
জগতটাকে একবার দেখি
ওদের সনে ঘুরি।
যখন তবে বিকেল হয় মা
চলি নদীর ধারে,
নৌকা বেয়ে গাইছে মাঝি
কী সুন্দর গলারে !
গাছের ডালে কতো পাখি
গায় গান মধুর স্বরে,
আমিও চাই মা গানের সুরে
দেবো ভুবন ভরে।
পড়া করে মা, হই বড়ো
রই গরিবের পাশে,
নিঃস্ব কতো খেতে পায় না
আবার যেনো হাসে।
সাদা সিধে বা সহজে সরল লিখা আমার কাছে সব সময়ের পছন্দের। অভিনন্দন প্রিয় কবি মি. সাইদুর রহমান। শুভ দিন।
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। ভালো থাকুন।
