মানুষ আর গিরগিটি

ttyuio

আগে শুনতাম গিরগিটি তার
রঙ বদলায় ভাই,
মানব মাঝেও কত রঙ আছে
সদাই পাল্টে তাই।

ক্ষমতা পেলেই হাছুইন্যা সে
হাসেন সাহেব হয়,
পাড়ার লোকেরা পাত্তা দিত না
এখন পায় যে ভয়।

স্বার্থের লাগি কী মধুর কথা
সাজে অতিভালো নর,
যে মানুষটাকে ডাকু জানতাম
আজ যে সে হরিহর।

এরি নাম ধরা রঙের বাহার
পাল্টায় সারা ক্ষণ,
যেনো ভিক্ষুক হাতটি বাড়ায়
চায় আরো বেশি ধন।

জানি না হায় রে মানুষ জগতে
আবার মহান হবে ?
স্বার্থ-দ্বন্দ্ব ভুলে গিয়ে কবে
দুখ শোকে পাশে রবে ?

.
মাত্রাবিন্যাস : মাত্রাবৃত্ত : ৬+৬/৬+২

2 thoughts on “মানুষ আর গিরগিটি

  1. জানি না হায় রে মানুষ জগতে
    আবার মহান হবে ?
    স্বার্থ-দ্বন্দ্ব ভুলে গিয়ে কবে
    দুখ শোকে পাশে রবে ?

    ___ কবি’র কবিতায় উঠে আসা প্রশ্নের প্রশ্ন পাঠক মনেও তাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. “স্বার্থের লাগি কী মধুর কথা
    সাজে অতিভালো নর,
    যে মানুষটাকে ডাকু জানতাম
    আজ যে সে হরিহর।”

    দারুণ লিখেছেন, দাদা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।