পরিযায়ীর গল্প

পরিযায়ীর গল্প
সাইদুর রহমান

অতিথি পাখি আসতে পারে
ষড়ঋতুর দেশে,
দেশের পাখি ‘স্বাগত’ বলে
বরাবরই হেসে।

দূরের দেশে বাস করেও
প্রিয় বাংলা ভূমি,
আদর স্নেহ দেয় যে ঢেলে
কাছে টানে যে চুমি।

শীতেরকালে মোদের দেশে
পায় আরাম খুর,
সাগর পাড়ে খেয়ে বেড়ায়
দেয় আমোদে ডুব।

অতিথি সেবা বাংলাদেশে
বিশ্বে করেছে নাম,
ছাড়ে তাই যে সাইবেরিয়া
ছাড়ে তাদের ধাম।

অনায়াসেই খাল-বিলেতে
পোকা-মাকড় খায়,
সাগর বুকে নানা মাছের
স্বাদ যে খুঁজে পায়।

পরিযায়ীর ভিড়ের মাঝে
জন্মে প্রেম প্রীতি,
তাই যে আসে প্রতি বছর
ভুলা যায় কী স্মৃতি ?

4 thoughts on “পরিযায়ীর গল্প

  1. পরিযায়ীর ভিড়ের মাঝে
    জন্মে প্রেম প্রীতি,
    তাই যে আসে প্রতি বছর
    ভুলা যায় কী স্মৃতি ?
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।