নিত্য কথাবৃত্ত

বহুদিন কোনো কথা নেই। আমার তো অজানা নয়,
‘প্রেম’ ছাড়া বাঁচোনা তুমি তিলেকও।
শুধুই শব্দ বাঁচন- ভূমি,
বেঁচে থাকো গানে- কবিতায় প্রাণবন্ত।

চেয়ে দ্যাখো, কলকল করে কথা বলে
যায় নদী যতো, যতো ঝরনা। সর্বদা
কথার ধুলো উড়িয়ে যায় গাছ- পাতা,
অরন্যে। শ্বেত- মর্মর কথায় উচ্ছলে।

শুধু সে কথায় বাঁচা, শব্দে উচাটন।
একেবারে সেঁধিয়ে জেনেছি হৃদমর্মে
প্রেমময় প্রাণ তুমি শব্দকল্পদ্রুমে
যা বাঁচার বেঁচে নাও, পছন্দে আপন।

বেশিদিন আর দূরে রেখোনা আমায়।
নিত্য কথাবৃত্তে থেকে সত্যি অসহায়।।

5 thoughts on “নিত্য কথাবৃত্ত

  1. 'চেয়ে দ্যাখো, কলকল করে কথা বলে
    যায় নদী যতো, যতো ঝরনা। সর্বদা
    কথার ধুলো উড়িয়ে যায় গাছ- পাতা,
    অরণ্যে। শ্বেত- মর্মর কথায় উচ্ছলে।'

    সার্থক কবিতা প্রিয় কবিবন্ধু। আশা করবো ভালো আছেন। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. প্রেমময় প্রাণ তুমি শব্দকল্পদ্রুমে
    যা বাঁচার বেঁচে নাও, পছন্দে আপন।——অনবদ্য প্রকাশ

  3. শুধুই শব্দ বাঁচন- ভূমি,
    বেঁচে থাকো গানে- কবিতায় প্রাণবন্ত।

     

    * অনেক সুন্দর কবিতা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  4. "শুধু সে কথায় বাঁচা, শব্দে উচাটন।
    একেবারে সেঁধিয়ে জেনেছি হৃদমর্মে
    প্রেমময় প্রাণ তুমি শব্দকল্পদ্রুমে
    যা বাঁচার বেঁচে নাও, পছন্দে আপন।"– দারুণ লেগেছে!

মন্তব্য প্রধান বন্ধ আছে।