ক্রিয়ামেধ

বহু মেধা গলাধঃ করে
সভ্যতার সীমানা বিস্তার —-

সময়ই সময় করে
সমন্বয়ে সমস্ত চেনায়।

য-ত-দূ-র চ’ষে গেছো
নেশাগ্রস্থে গোধূলির আগে,
ভয় নেই, আপেক্ষিক সভ্যমুখ
ততটাই তোমাকে তাড়াবে।

9 thoughts on “ক্রিয়ামেধ

  1. নেশাগ্রস্থে গোধূলির আগে,
    ভয় নেই, আপেক্ষিক সভ্যমুখ———-

মন্তব্য প্রধান বন্ধ আছে।