বানিজ্যেতে যাবো

হয় তোমাকে চেয়ে আর নষ্ট সময় জুড়বো না,
নয় তোমাকেই বুকে বিঁধে নোবো আমরন।
এমনি ইচ্ছে হলো, আর উল্টো
পথ নিলে, কোন্ সংহিতা এঁকে গেছে
এ নিয়ম? কোথায় রেফারেন্স পেলে?

কী জটিল ধূপ- ধুম্রজালে শুন্যতায়
ভেসে আছে এ হৃদয় পোড়ানো সুগন্ধের
সারে সারে নাহ্য পন্থা ডিঙি সমুদয়।
পাল তো তোলাই আছে। বৈঠায় তোমারি
আঙ্গিকে এ- যে নক্সা কাটা কঠোরপ্রত্যয়!!

4 thoughts on “বানিজ্যেতে যাবো

  1. অনুপম কবিতা শ্রদ্ধেয় দিদি। নমস্কার এবং শুভ সকাল। 

  2. আপনার লেখা কবিতা পাঠে মুগ্ধ হয়ে গেলাম। পাঠে  নিজের হৃদয় স্পর্শ করেছে শ্রদ্ধেয় কবি। শুভকামনা রইল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।