চাইনি দেখতে তোমার ছেঁড়াখোঁড়া শতচ্ছিন্ন মুখ,
মরমে শেকল আঁটা
মানসিক গভীর অসুখ,
ভেজা চোখ ঘন হলে
মেনেছি প্রগাঢ় হলো ভাব,
সুস্বাদিত ত্বকে ঝাঁপ —
— জেনেছি প্রেমিক স্বভাব—
যুদ্ধে মন নেই আমার।
চাইনি, খুঁজিনি তাই
সাবধানী লুকানো খঞ্জর।
ত্রিতাপ-ত্রিশূল আর ত্রিফলা-ত্রিপল
একই অঙ্কের পরিনত অদলবদল।
********************************
ত্রিতাপ-ত্রিশূল আর ত্রিফলা-ত্রিপল
একই অঙ্কের পরিনত অদলবদল।
সমীকরণ চমৎকার হয়েছে প্রিয় কবিবন্ধু। শুভ সকাল।
সুন্দর কবিতা।
আপনার লেখা আজকাল বেশ অনিয়মিত পড়তে পারছি। আশা করবো ভাল আছেন দিদি ভাই। প্রণাম।